News71.com
 International
 12 Jul 16, 06:47 PM
 517           
 0
 12 Jul 16, 06:47 PM

মমতা ব্যানার্জি ছাড়া পোস্টারে নেতাকর্মীর মুখ ব্যবহারে নিষেধাজ্ঞা।।

মমতা ব্যানার্জি ছাড়া পোস্টারে নেতাকর্মীর মুখ ব্যবহারে নিষেধাজ্ঞা।।

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২১ জুলাই সমাবেশ করবে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। আর এই সমাবেশের নাম করে কোন চাঁদা তোলা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে দলটি। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলনেত্রীর (মমতা ব্যানার্জি) মুখ ছাড়া এই সমাবেশের প্রচারের ব্যানার-পোস্টারে অতি উৎসাহ নিয়ে কোথাও অন্য কোনও নেতাকর্মীর মুখ ব্যবহার করা যাবে না।

গতকাল সোমবার দলের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সমাবেশের প্রস্তুতি পর্বের বৈঠক করেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য সিনিয়র নেতারা। সেখানেই দলের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। পরে অভিষেক বলেন, “চাঁদা নিয়ে কড়া বার্তা আগেই তৃণমূলনেত্রী দিয়ে রেখেছিলেন। নেত্রীর নির্দেশ দলের সমস্ত নেতাকর্মীকে জানানো হয়েছে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন