News71.com
 International
 12 Jul 16, 03:52 PM
 521           
 0
 12 Jul 16, 03:52 PM

ইথিওপিয়ায় প্রশ্নপত্র ফাঁসের জেরে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম বন্ধ।।

ইথিওপিয়ায় প্রশ্নপত্র ফাঁসের জেরে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম বন্ধ।।

আন্তর্জাতিক ডেস্কঃ অনলাইনে ফাঁস হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আর তাতেই সবরকম সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ। এমনটাই ঘটেছে আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। অবশ্য দেশটির সরকারের পক্ষে বক্তব্য হলো, পরীক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ যাতে লেখাপড়া থেকে অন্য কোনো দিকে সরে না যায় সেজন্যেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আরও একটি উদ্দেশ্য হল, মিথ্যা গুজব রটানো বন্ধ করা।

ইথিপিয়ায় যেসব সাইট বন্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ভাইবার। শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এসব সাইট বন্ধ থাকবে। তিনি আরও বলেন, এটা সাময়িক পদক্ষেপ। আগামী বুধবার পর্যন্ত এসব সাইট বন্ধ থাকবে।

ইথিওপিয়ায় মাঝে মাঝেই ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ করে দেওয়া হয় বিরোধী নেতাদের ব্লগ এবং মানবাধিকার বিষয়ক ওয়েবসাইট। তবে এর আগে যতবার সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল, তা করা হয়েছিল মাত্র কয়েক ঘণ্টার জন্যে। আর সেসময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তারা সেটা বন্ধ করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন