নিউজ ডেস্ক: পোকিমন গো, 'ট্রেজার হান্ট' ঘরানার একটি অগমেন্টেড রিয়ালিটি গেম। জাপানি গেমিং প্রতিষ্ঠান নিনটেনডো-এর তৈরি এই গেম বাজারে আসার পরপরই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নির্মাতা প্রতিষ্ঠানের সার্ভার পর্যন্ত ক্র্যাশ করে।
আনুষ্ঠানিকভাবে শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই এখন বিনামূল্যে এই খেলা ইনস্টল করতে পারছেন। আর বাদ বাকি দেশের গেমপ্রেমীরা গেমটি খেলতে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (এপিকে) ফরম্যাট ডাউনলোড ও ইনস্টল করে আসছেন নিজেদের স্মার্টফোনে। কিন্তু এক্ষেত্রে ভয়ের কথা হলো ব্যবহারকারীদের ফোন হ্যাকের জন্য কিছু কিছু এপিকে ফাইলে ম্যালওয়্যার ছড়িয়ে দিয়েছে হ্যাকাররা!
প্রুপপয়েন্ট নামের এক প্রতিষ্ঠানের গবেষকদের দাবি, ব্যবহারকারীদের স্মার্টফোনের নিয়ন্ত্রণ নেয়ার জন্য কিছু কিছু থার্ড পার্টি এপিকে ফাইলে ড্রয়েডজ্যাক বা সান্ড্রোর্যাট নামের ম্যালওয়্যার জুড়ে দিয়েছে হ্যাকাররা। আর এর প্রমাণও পেয়েছেন তারা।
দুই দিন আগে গেমটি চালুর সময়ই আশংকা প্রকাশ করে বিশ্লেষকরা বলেন, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপ ডাউনলোডের সময় 'ম্যালওয়ার' ঝুঁকির সম্মুখীন হতে পারেন। গেমটির ম্যালওয়্যার আক্রান্ত এপিকে ফাইল স্মার্টফোনে ইনস্টল করলে অডিও রেকর্ড ও মেসেজ লেখা, এডিট করা, পড়া, সেন্ড বা রিসিভ করার সক্ষমতা এবং কল, কন্টাক্ট নম্বর, বুকমার্ক ও হিস্টরি ঘাঁটাঘাঁটির সমক্ষমতা পেয়ে যায় হ্যাকাররা, দাবি প্রুপপয়েন্টের গবেষকদের। এক্ষেত্রে বাঁচার উপায় হল, অফিশিয়াল অ্যাপ স্টোর বা এপিকে ওয়েবসাইট থেকেই কেবল ডাউনলোড করতে অ্যাপটি।