আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে গাড়ি বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আর এদের মধ্যে ৩২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে ইরাকের নিরাপত্তা এবং মেডিকেল সূত্র বলেছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারনা সংশ্লিষ্টদের ।
জানা গেছে, রাশিদিয়ার চালানো এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। কিন্তু বাগদাদ ও ইরাকের বিভিন্ন এলাকায় আইএস নিয়মিত হামলা চালিয়ে আসছে। গত ২০১৪ সালে থেকে ইরাকের বিশাল এলাকা দখল করে আছে এই জঙ্গি সংগঠনটি। আর এর আগে গত ৩ জুলাই আইএসের হামলায় বাগদাদে অন্তত ২৯২ জন নিহত হয়েছেন।