আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ফিরে সংবাদ সম্মেলনে যোগ দেয়ার কথা থাকলেও তা বাতিল করে আফ্রিকায় যাচ্ছেন তরুণদের জঙ্গিবাদে 'উৎসাহিত করার' অভিযোগে অভিযুক্ত ইসলামী বক্তা জাকির নায়েক। সৌদি আরব থেকে তার ভারতে ফেরার নির্ধারিত যাত্রা বাতিল করে তিনি আফ্রিকায় যাচ্ছেন। নিজের প্রতিষ্ঠিত পিস টিভির মাধ্যমে বাংলাদেশেও ব্যাপক পরিচিতি পাওয়া এই চিকিৎসক আগামী দুই থেকে তিন সপ্তাহ আফ্রিকায় থাকবেন।
ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ভারত সরকার খতিয়ে দেখছে বলে গণমাধ্যমে খবর আসার প্রেক্ষাপটে দেশে ফিরে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে গতকাল সোমবার মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে আসার কথা বলেছিলেন জাকির নায়েক। তারপরে সংবাদ সম্মেলন বাতিল করে আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক স্কাইপে কনফারেন্স করবেন বলেছেন তিনি।
প্রবাসে থেকে গতকাল সোমবার সন্ধ্যায় এক বিবৃতি পাঠিয়ে জাকির নায়েক বলছেন- তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ভারত সরকারের কোনো সংস্থা থেকে এ পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, ভারতের তদন্তকারী সংস্থার কোনো কর্মকর্তাকে তাদের প্রয়োজনীয় কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারলে আমি আনন্দিত বোধ করব।
গত বছর উসকানিমূলক কথাবার্তা বলার অভিযোগে ভারতের কর্নাটক রাজ্যে তাকে নিষিদ্ধ করা হয়৷ ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও তার বিষয়ে তদন্তের কথা একদিন আগেই বলেন। ঢাকার গুলশানে গত ১ জুলাইয়ের জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে অন্তত দুজন জাকির নায়েকের মতো ইসলামি বক্তাদের অনুসরণ করত বলে অভিযোগ ওঠে। এরপর নতুন করে আলোচনায় আসেন ভারতের মহারাষ্ট্রে জন্ম নেওয়া চিকিৎসক জাকির নায়েক।
উগ্রপন্থায় উৎসাহ জোগানোর অভিযোগে গতকাল বাংলাদেশে জাকির নায়েক প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে সরকার। সেই সঙ্গে বাংলাদেশে অনলাইনেও যেন পিস টিভি দেখা না যায় তার ব্যবস্থা করা হয়েছে বলেছেন সরকার।