News71.com
 International
 12 Jul 16, 10:44 AM
 540           
 0
 12 Jul 16, 10:44 AM

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা উভয় পক্ষের

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা উভয় পক্ষের

আন্তর্জাতিক ডেস্কঃ গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দক্ষিণ সুদানের সংঘর্ষ বন্ধে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার। স্থানীয় একটি রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি ।

রেডিওতে দেওয়া ঘোষণায় রিয়েক মাচার জানান, প্রেসিডেন্ট একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। আমি এই যুদ্ধবিরতি রাত ৮টা থেকে ঘোষণা করতে চাই। দক্ষিণ সুদানে ২ বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্প্রতি একটি শান্তি চুক্তি হয়, তবে সেই চুক্তির ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ। প্রেসিডেন্ট সালভা কিরের ১জন মুখপাত্র জানান, তিনি মাচারের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ।

এদিকে, প্রেসিডেন্ট সালভা কির তার বিরোধীদের শাস্তি দেওয়ার জন্য সময় ব্যয় করেছেন বলে যে অভিযোগ উঠেছে তা খারিজ করে দেন দেশটির তথ্যমন্ত্রী মাইকেল ম্যাকুয়ে। সহিংসতা শেষ করার জন্য সরকার সবকিছু করেছেন দাবি করে তিনি জানান, এই বিশ্বে কোনো সরকারের পক্ষেই তার নিজের জনগণকে শাস্তি দেওয়ার কোনো উপায় নেই। এখানে শাস্তির কোনো প্রশ্নই ওঠে না ।

এদিকে, প্রাণ বাঁচাতে আশপাশের এলাকা থেকে বেসামরিক লোকজন পালিয়ে যাচ্ছে। অনেকেই জাতিসংঘের আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ২জনই তার সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু দৃশ্যত এ সংঘাত এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন