News71.com
 International
 12 Jul 16, 10:37 AM
 516           
 0
 12 Jul 16, 10:37 AM

ফের আমেরিকায় বন্দুকবাজের হানা, মৃত ২ আহত অনেক

ফের আমেরিকায় বন্দুকবাজের হানা, মৃত ২ আহত অনেক

আন্তর্জাতিক ডেস্ক : ফের আমেরিকায় বন্দুকবাজের হানা। মিশিগানে আদালত চত্বরের বাইরে চলল গুলি। ২ আদালতকর্মীর মৃত্যু। আহত আরও কয়েকজন।

গতকাল সোমবার বিকেলে সেন্ট জোসেফে বেরিয়েন কাউন্টি আদালতের বাইরে গুলি চলে। ২ জন আদালতকর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন শেরিফের সহকারি-সহ বেশ কয়েকজন। পাল্টা গুলি চালায় পুলিশও। শেরিফ পল বেইলির দাবি, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সন্দেহভাজন আততায়ীর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মিশিগানের ওই এলাকা আপাতত বিপন্নমুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন