আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা আবারও শুরু করার প্রস্তাব দিয়েছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরি। এক নজিরবিহনী সফরে ইসরায়েলে গিয়ে দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধানের প্রস্তাব দিয়ে শুকরি বলেছেন, এই লক্ষ অর্জনের পথ কঠিন হয়ে যাচ্ছে।
গত ৯ বছরের মধ্যে এই প্রথমবারের মতো মিসরের কোন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মিসর মনে করে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার এখন যে তিক্ততার সম্পর্ক আছে এটার অবসান হওয়া জরুরী।
আর এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও দেখা করেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরি। সর্বশেষ গত ২০১৪ সালে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা হয়েছিল।