News71.com
 International
 11 Jul 16, 07:59 PM
 559           
 0
 11 Jul 16, 07:59 PM

তৃতীয় লিঙ্গদের সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করল ইসরায়েল

তৃতীয় লিঙ্গদের সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে মিস ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ) সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ১১ জনের মধ্যে প্রথম হয়েছেন আবু হানা নামে এক আরব খ্রিস্টান নারী। ইজরায়েলে তিনিই প্রথম ট্রান্সজেন্ডার সুন্দরী।

''বিউটি কুইন হওয়াটা বড় কথা নয়'' বলেছেন তালিন আবু হানা। তাকে বিজয়ীর মুকুট পরানোর পর তিনি বলেছেন, ‘‘কেউ আমাদের বলবে, কে বেশি সুন্দরী, তার প্রয়োজন নেই আমাদের – আমরা সকলেই বিউটি কুইন।’’ পুরস্কার হিসেবে আবু হানা পাচ্ছেন থাইল্যান্ডে গিয়ে অপারেশন করানোর জন্য সাড়ে ১৩ হাজার ইউরো। ইসরায়েলে তাকে বৈষম্যের সম্মুখীন হতে হয় বলেছেন তিনি।

২১ বছর বয়সী নর্তকী হানা আগামী সেপ্টেম্বরে স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক 'মিস ট্রান্স স্টার' প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিনিধিত্ব করবেন। ফেস্টিভালের উদ্দেশ্য ‘উওমেন ফর চেঞ্জ’। ‘মিস ট্রান্স’ সুন্দরী প্রতিযোগিতা সৃষ্টি করেছেন স্টেফানি লেভ, যিনি ইসরায়েলের নাগরিক এবং নিজেই ট্রান্সসেক্সুয়াল। তিনি আশা করেছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে ট্রান্সসেক্সুয়াল মানুষেরা আরও বেশি স্বীকৃতি পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন