News71.com
 International
 11 Jul 16, 07:42 PM
 500           
 0
 11 Jul 16, 07:42 PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্ক থাকতে বলল ৩ দেশ ।।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্ক থাকতে বলল ৩ দেশ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন মুলুকে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে নামধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বাহামা । চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে পৃথক পৃথক ঘটনায় পুলিশের গুলিতে ২ কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার পর দেশজুড়ে সৃষ্ট বিক্ষোভ-সহিংসতার মধ্যে দেশটিতে ভ্রমণের বিষয়ে সতর্ক এই দেশগুলো।

যুক্তরাষ্ট্র ভ্রমণে সবার আগে সতর্কতা দেয় বাহরাইন। স্থানীয় সময় গত শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় বাহরাইন তার নাগরিকদের যুক্তরাষ্ট্রের যে সব স্থানে প্রতিবাদ সমাবেশ হচ্ছে এবং যেখানে লোকসমাগম ঘটছে, সে সব জায়গা এড়িয়ে চলার ও সেগুলোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয় ।

এরপর বাহামাও গত শুক্রবার যুক্তরাষ্ট্রের যে শহরগুলোতে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়েছে সে সব শহরে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের সতর্ক করে। খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাহামার অধিকাংশ নাগরিক আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ। আর ওই নাগরিকদের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সহিংসতা কবলিত শহরগুলোতে পুলিশের মুখোমুখি হলে ‘অত্যন্ত সতর্ক’ থাকার পরামর্শ দিয়েছে ।

অপরদিকে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রে থাকা নিজ দেশের শিক্ষার্থী এবং অন্যান্য নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। দেশটির ওয়াশিংটন এক বিবৃতিতে নিজ দেশের নাগরিকদের চারপাশ সম্পর্কে সতর্ক থাকতে এবং ভিড় এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। এ ছাড়া বড় ধরনের উৎসব এবং অনুষ্ঠানের অংশগ্রহনে সতর্ক থাকতেও পরামর্শ দিয়েছে দেশটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন