News71.com
 International
 11 Jul 16, 07:35 PM
 496           
 0
 11 Jul 16, 07:35 PM

আইএসবিরোধী রণনীতি ঠিক করতে বাগদাদে পেন্টাগন প্রধান

আইএসবিরোধী রণনীতি ঠিক করতে বাগদাদে পেন্টাগন প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: পেন্টাগন প্রধান অ্যাস্টন কার্টার আজ সোমবার এখানে এসে পৌঁছেছেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই এবং জিহাদিদের কাছ থেকে মসুল পুনর্দখলের পরিকল্পনা নিয়ে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে আলোচনার জন্য ইরাক সফরে গেলেন তিনি।

ইরাকি বাহিনী মসুলের দক্ষিণের একটি বিমান ঘাঁটি দখলের দুই দিন পর কার্টার এ সফর করছেন। কিন্তু এর আগে তিনি তার এ সফরের কথা ঘোষণা করেননি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর এটা ইরাকে তার চতুর্থ সফর।

সফরের আগে একটি সামরিক বিমানে কার্টার বলেন, মসুলে আইএসকে ধ্বংস ও নগরীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পরিচালিত অভিযানে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে প্রধানমন্ত্রী আবাদি ও আমাদের কমান্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন