আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘শারীরিক ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘটনায় ওয়াশিংটন ও সিউল ক্ষেপণাস্ত্ররোধী আগাম প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং এই হুমকি দিয়েছে।
সম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। আবার, এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্ররোধী টার্মিনাল হাই অলটিচুড এরিয়া ডিফেন্স স্থাপন করবে বলে ঘোষণা দেয়। এর মাধ্যমে শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র দূর থেকেই ধ্বংস করা যাবে। অবশ্য এখনো তারা ঘোষণা দেয়নি যে কখন, কোথায় এ ব্যবস্থা মোতায়েন করা হবে। তারা বলেছেন, স্থান বাছাইয়ের বিষয়টি এখন শেষ পর্যায়ে।
উল্লেখ, এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার ভেতর ওই প্রতিরক্ষাব্যবস্থার অবস্থান ও স্থান সম্পর্কে যখনই জানা যাবে, ওই মুহূর্ত থেকে ওই ব্যবস্থার পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পাল্টা কায়িক ব্যবস্থা নেবে তারা।