News71.com
 International
 11 Jul 16, 01:40 PM
 501           
 0
 11 Jul 16, 01:40 PM

জার্মানিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ , ১২৩ পুলিশ আহত ।।

জার্মানিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ , ১২৩ পুলিশ আহত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বার্লিনের পূর্বদিকের একটি এলাকার পুনঃউন্নয়নের বিরুদ্ধে প্রতিবাদরত বামপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১২৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।গত শনিবার শহরটির ফ্রিয়েদরিচশেইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ।


ওই এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। এদের কেউ কেউ মুখোশ পরে ছিল এবং তারা পুলিশের দিকে পটকা ছুঁড়ে মেরেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গেল ৫ বছরের মধ্যে সবচেয়ে সহিংস প্রতিবাদ ছিল এটি।বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে সহিংসতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১,৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। দোকানের জানালা ও পুলিশের গাড়ি ভাঙচুর শুরু হলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ।


ঘটনাস্থল থেকে ৮৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। স্থানীয় অনেক বৈধ বাসিন্দাও অবৈধ বাসিন্দাদের প্রতি সহানুভূতিশীল। তারা এলাকার অভিজাতকরণ ও বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিক্ষোভ মিছিল চলার সময় এই বৈধ প্রতিবেশীরা চামচ দিয়ে হাড়িপাতিল বাজিয়ে অবৈধ বাসিন্দাদের প্রতি সমর্থন জানায় ।

জুনে এলাকাটির অবৈধ বাসিন্দাদের উচ্ছেদ করা শুরু হলে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রিয়েদরিচশেইন এলাকাটিকে অভিজাত এলাকায় রূপান্তর করতে ব্যাপক উন্নয়ন কাজ করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন