নিউজ ডেস্ক: আফ্রিকান-আমেরিকান এক মহিলার ৫ বছর বয়সী কন্যাকে ফেসবুকে হুমকি দিয়ে চাকরি হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটির এক পুলিশ কর্মকর্তা। জানাগেছে, রোডনি লি উইলসন নামের ওই পুলিশ ক্যানসাসের ওভারল্যান্ড পার্ক পুলিশ বিভাগে কাজ করতেন। সম্প্রতিক লানায়দ্রা উইলিয়ামস তার ৫ বছরের মেয়ে ইন্ডিয়ার ছবি পোস্ট করেন ফেসবুকে। ওই ছবির নিচে 'দেখে নেয়ার' হুমকি দেন উইলসন।
গত সপ্তাহে মিনেসোটায় এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে ফিলান্ডো ক্যাসটাইল নামের এক আফ্রিকান-আমেরিকান নিহত হন। এতে জন-উন্মাদনা তৈরি হয় যুক্তরাষ্ট্র জুড়ে। এরই জের ধরে এই কাণ্ড ঘটিয়েছে উইলসন।
উল্লেখ, এ ব্যাপারে ফ্রান্সিস ডনচেজ জুনিয়র নামের এক পুলিশ প্রধান বলেন, 'আমি আমার সম্প্রদায় এবং আমার সম্প্রদায়ের বাইরের মানুষদের এই বলে আশ্বস্ত করতে চাই যে, পুলিশের প্রধান নীতি হলো নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা, যা পালন করতে পারেনি উইলসন। তার জন্য তাকে চাকরিচ্যুতও করা হয়েছে।'