News71.com
 International
 11 Jul 16, 12:27 PM
 543           
 0
 11 Jul 16, 12:27 PM

ফুটবলার অমল দত্তের শেষযাত্রা শুরু, রবীন্দ্র সদনে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে সামিল বহু মানুষ

ফুটবলার অমল দত্তের শেষযাত্রা শুরু, রবীন্দ্র সদনে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে সামিল বহু মানুষ

কলকাতা সংবাদদাতা : ময়দানের ডায়মন্ড কোচ অমল দত্তর শেষযাত্রা শুরু। প্রাক্তন কোচের শেষযাত্রা শুরু হয় তাঁর বাগুইআটির বাড়ি থেকে। তাঁর শেষযাত্রায় সামিল হয়েছেন রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল, পূর্ণেন্দু বসু, তৃণমূল সাংসদ দোলা সেন ও বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলাররা। প্রথমে অমল দত্তের দেহ নিয়ে যাওয়া হয় গণেশ টকিজের পুরনো বাড়িতে। এখন রবীন্দ্র সদনে অমল দত্তের দেহ শায়িত আছে। সেখানে সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বেলা ২টো পর্যন্ত দেহ রাখা থাকবে।

উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে বেলা সাড়ে ১১টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমল দত্তকে শেষ শ্রদ্ধা জানাবেন। দুপুর ২টোর পরে ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবুতে নিয়ে যাওয়া হবে প্রাক্তন ফুটবল কোচের দেহ। পরে নিমতলা ঘাট শ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য। উল্লেখ্য গতকাল রবিবার রাতে জীবনাবসান হয় অমল দত্তের। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি।

পাঁচের দশকে ইস্টবেঙ্গলের হয়ে খেলার পর ছয়ের দশকে প্রথম বার দুই প্রধানের কোচিং-এর দায়িত্ব হাতে তুলে নেন। ইংল্যান্ডে কোচিংয়ের পাঠ নেওয়া অমল দত্ত আধুনিক ফুটবলের সঙ্গে পরিচয় করিয়েছিলেন কলকাতা ময়দানের। ভারতীয় ক্লাব ফুটবলে কোচ হিসাবে তাঁর ব্যাপ্তি প্রায় ৩৫ বছরের।নয়ের দশকের প্রায় শেষ দিকে ময়দানে ঝড় তোলে অমল দত্তর ডায়মন্ড সিস্টেম। এই ডায়মন্ড থিওরি বড় ম্যাচে মাঠে টেনে এনেছিল ১ লক্ষ ৩০ হাজার দর্শককে। অমল দত্ত ও পিকে বন্দোপাধ্যায়ের দ্বৈরথ যেন আধুনিক ফুটবলের ফার্গুসন, মোরিনহোর লড়াইয়ের মতো। ভারতীয় ফুটবলের মরা গাঙেও নিয়ে এসেছিল জোয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন