News71.com
 International
 10 Jul 16, 08:02 PM
 546           
 0
 10 Jul 16, 08:02 PM

পিতা হত্যার প্রতিশোধের হুমকি দিলেন লাদেন পুত্র হামজা বিন লাদেন।।

পিতা হত্যার প্রতিশোধের হুমকি দিলেন লাদেন পুত্র হামজা বিন লাদেন।।

আন্তর্জাতিক ডেস্কঃ পিতা হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ওসামা বিন লাদেনের ছেলে। সম্প্রতি অনলাইনে প্রকাশ করা একটি অডিও বার্তায় যুক্তরাষ্ট্রকে হুমকি দেন লাদেন পুত্র হামজা বিন লাদেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ কথা জানিয়েছে। ২১ মিনিটের অডিও বার্তায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে আল কায়েদার লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে হামজা বলেন 'আমরা সবাই লাদেন'।

হামজা বলেন, ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, সোমালিয়াসহ মুসলিম বিশ্বে নির্যাতনের জন্য আমরা যুক্তরাষ্ট্রে ও যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন স্বার্থ রয়েছে এমন জায়গায় আমরা হামলা অব্যাহত রাখব। এটা শুধু ব্যক্তি লাদেনের জন্য নয় বরং যারা ইসলামকে রক্ষা করেছেন তাদেরকে হত্যার প্রতিশোধ।

উল্লেখ্য গত ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের কমান্ডোদের হামলায় লাদেন নিহত হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার মূল হোতা ছিলেন লাদেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন