News71.com
 International
 10 Jul 16, 12:29 PM
 525           
 0
 10 Jul 16, 12:29 PM

টুইটারের প্রধান নির্বাহী ডরসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

টুইটারের প্রধান নির্বাহী ডরসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

 

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শনিবার অল্প সময়ের জন্য টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে 'আওয়ারমাইন' নামের এক হ্যাকার গোষ্ঠী। হাই-প্রোফাইল ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাকের এটিই সর্বশেষ ঘটনা।

ডরসির অ্যাকাউন্ট হ্যাক করে একটি টুইট-সহ কিছু ভিডিও পোস্ট করে তারা। এই গোষ্ঠী এর আগে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে। টুইটে হ্যাকাররা লিখে, 'হেই, এটি আওয়ারমাইন। আমরা আমাদের নিরাপত্তা পরীক্ষা করছি।'

আর এই টুইটের সাথে একটি ভাইন অ্যাকাউন্ট ও আওয়ারমাইনের নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে দূর্বৃত্তরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন