আন্তর্জাতিক ডেস্ক : ঢাকার গুলশান এবং কিশোরগঞ্জের ইদগাহে জঙ্গি হামলার নেপথ্য ‘কারিগর’ বলে চিহ্নিত বর্ধমানের খাগড়াগড় কাণ্ডে যুক্ত জেএমবি’র পাঁচ বাংলাদেশি সদস্যকে খুঁজে বের করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সতর্ক করল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিট ইন্টারপোলের মাধ্যমে ওই পাঁচজনের সঙ্গে জঙ্গি হামলার সম্পৃক্ততা সম্বন্ধে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) বিস্তারিত জানিয়েছে। এনআইএ’র বক্তব্য, খাগড়াগড় কাণ্ডের পর এপারে ধরপাকড়ের সময় ওই পাঁচজনই বাংলাদেশে গা-ঢাকা দিয়েছিল। এবার ওপারে ধরপাকড় শুরু হতেই এরা ফের সীমান্ত পার করেছে। বর্তমানে এই পাঁচজনই কলকাতার খুব কাছাকাছি স্থানে ডেরা বেঁধেছে।
গোয়েন্দারা জানিয়েছেন, গুলশানের হোটিল আর্টিজান বেকারির হামলায় জড়িত একমাত্র জীবিত জঙ্গি এবং কিশোরগঞ্জের শোলাকিয়ার ইদগাহের হামলায় জড়িত একজনকে জেরা করে জেএমবি’র ওই পাঁচ পাণ্ডার নাম উঠে আসে। এদের মাথা হল সালাউদ্দিন সালেহান ওরফে সজীব নামে জেএমবি’র এক সুরা সদস্য। দুটি হামলার ক্ষেত্রেই জঙ্গিদের মোটিভেটেড করার জন্য ‘মেন্টরের’ কাজ করেছিল সে।
গোয়েন্দারা আরও বলছেন গত ২০১৪ সালে ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে জঙ্গিরা ছিনতাই করে নিয়ে যায় সালাউদ্দিন এবং জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে। এরপর ওই বছরেরই ২ অক্টোবর বর্ধমানের খাগডাগড়কাণ্ড সামনে আসার পর তদন্তে সালাউদ্দিন, বোমা মিজান, তালহা শেখ, সাহাদাত শেখ ওরফে হাতকাটা নাসিরুল্লা এবং সাহিদুল ইসলাম নামে এই পাঁচ বাংলাদেশির নাম মূল ষড়যন্ত্রকারী হিসাবে জানতে পারে এনআইএ।
ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ'র দাবী খাগড়াগড়ে যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছিল, জঙ্গিদের তা তৈরি করা শিখিয়েছিল এই বাংলাদেশের বোমা মিজানই। পাকিস্তান ও আফগানিস্তান থেকে বোমা তৈরি শিখে আসা বোমা তৈরীতে পারদর্শি এই মিজানই একমাত্র ব্যাক্তি যে এমন বিদধংসি আইইডি বানাতে পারে।
বাংলাদেশের গোয়েন্দারা অবশ্য বলছেন, হোলি আর্টিজান বেকারি এবং কিশোরগঞ্জের ইদগাহে যে বোমা ফাটিয়েছে জঙ্গিরা, তার তৈরির পদ্ধতির সঙ্গে মিজানের তৈরি আইইডি’র হুবহু মিল রয়েছে। এরপর ধৃতদের জেরা করে তার নামটি সামনে আসায়, এর নেপথ্য কারিগর হিসাবে জেএমবি’র এই শীর্ষ জঙ্গির সঙ্গে হামলার যোগসাজশ নিয়ে নিশ্চিত হন গোয়েন্দারা।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে সতর্কবার্তা জারি করা হয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি তা পাঠানো হয়েছে অসমেও। জেএমবি’র যে পাঁচ জঙ্গির খোঁজ চলছে, তারা প্রত্যেকেই খাগড়াগড় কাণ্ডের আগে অসমের বিভিন্ন জঙ্গি-জেহাদি শিবিরে অংশ নিতে, সদস্য নিয়োগ করতে এবং টাকা সংগ্রহ করতে বারবার সে রাজ্যে গিয়েছে। সেখানে তাদের সাহায্য করার মতো ‘স্লিপার সেল’ও রয়েছে। এই পাঁচ জঙ্গির মধ্যে তালহা শেখ ওরফে শ্যামল শেখ বাংলাদেশ থেকে এসে দীর্ঘদিন অসমের বরপেটার সারথেবাড়ি থানার চাতলা গ্রামে গা-ঢাকা দিয়ে ছিল। সেখানে সে স্থানীয় এক মহিলাকে বিয়েও করে।
এনআইএ’র ওই সূত্রটি জানিয়েছে, এ কারণেই অসমকেও সতর্ক করা হয়েছিল। তবে অসমের তুলনায় পশ্চিমবঙ্গে গা-ঢাকা দিয়ে থাকাটা যে অনেক সহজ, তা ভালো করেই জানে ওই জঙ্গিরা। বিভিন্ন সূত্র থেকে তদন্তকারী সংস্থা জেনেছে, ঢাকা ও কিশোরগঞ্জ কাণ্ডের নেপথ্য কারিগর ওই পাঁচজনই এখন এই রাজ্যে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, এদের গ্রেপ্তার করা গেলে, শুধু সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়গুলিই নয়, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানা যাবে।
বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কথায়, কখনও এপার বাংলা আবার কখনও ওপার বাংলায় গা-ঢাকা দিয়ে থাকা এই পাঁচ জঙ্গি এখন মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। এদের সঙ্গে নদীয়ার বাসিন্দা জাহিরুল শেখ ও মুস্তাফিজুর রহমানের মতো কয়েকজন ভারতীয় দোসরও রয়েছে। যারা প্রতিটি নাশকতার পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।