News71.com
 International
 10 Jul 16, 11:26 AM
 558           
 0
 10 Jul 16, 11:26 AM

রাস্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তানজানিয়ায় পৌঁছেছেন।।

রাস্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তানজানিয়ায় পৌঁছেছেন।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার চারটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল শনিবার (৯ জুলাই) রাতের শেষ দিকে তানজানিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির দারেস সালাম বিমানবন্দরে পৌঁছলে তাকে সেখানে স্বাগত জানান প্রধানমন্ত্রী কাসিম মাজালিভা ও পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড মেমবে। এ সফরে মোদি দেশটির প্রেসিডেন্ট জন পমবে জোসেফ মাগুফুলির সঙ্গে অর্থনীতি, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইট বার্তায় তথ্য জানান।

নরেন্দ্র মোদি ৫ দিনে ৪টি আফ্রিকার দেশ সফরে আছেন। ইতোমধ্যে তিনি মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেছেন। দক্ষিণ আফ্রিকার ডারবান থেকেই তিনি দারেস সালাম পৌঁছান। সফরের শেষ পর্বে তিনি কেনিয়া যাবেন। আফ্রিকার সঙ্গে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদার করাই তার এ সফরের মূল লক্ষ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন