আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের দিন সব মেয়েই চায় উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিতে। এর জন্য নিউইয়র্কের ফ্যাশন ডিজাইনার ভ্যান ট্রানও তাই চেয়েছিলেন। তারপর তিনি যা করলেন, এক কথায় সেটা অবিশ্বাস্য!
বিয়েতে তিনি যে পোশাক বা ওয়েডিং গাউন পরিধান করেন তা ছিল টয়লেট পেপার দিয়েই তৈরি। ১০ রোল টয়লেট ন্যাপকিন পেপার দিয়ে তৈরি করা হয়েছিল ওয়েডিং গাউনটি। এই পোশাকটির দাম শুনলে চক্ষু আরও ছানাবড়া হওয়ার জোগাড় হবে। ১০ হাজার মার্কিন ডলার যা (বাংলাদেশি মুদ্রায় সোয় ৮ লক্ষ টাকা)! অভিনব এই ওয়েডিং গাউনটি একটি প্রতিযোগিতায় ইতিমধ্যে প্রথম পুরস্কারও জিতে নিয়েছে।