News71.com
 International
 10 Jul 16, 10:48 AM
 501           
 0
 10 Jul 16, 10:48 AM

একই ট্রেনে চড়লেন মাহাত্মা গান্ধী ও নরেন্দ্র মোদি!

একই ট্রেনে চড়লেন মাহাত্মা গান্ধী ও নরেন্দ্র মোদি!

আন্তর্জাতিক ডেস্ক: ১৮৯৩ থেকে ১৯১৬। এর মধ্য ব্যবধান ১২৩ বছর। দক্ষিণ আফ্রিকায় যে ট্রেনের কামরায় বর্ণবিদ্বেষ বিরোধী সংগ্রামের সূচনা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, এবার দুই শতক পেরিয়ে সেই ট্রেনের যাত্রী হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৮৯৩ সাল। তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী। তখনও মহাত্মা হননি। দক্ষিণ আফ্রিকায় উকিল। কালা আদমি বলে ট্রেন থেকে ফেলে দেওয়া হল তাকে। তারপর বদলে গেল সব কিছু। সময়ের সেই ধারা বেয়ে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। বিদেশের মাটিতেও সমান সম্মানীয়।

আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল সুদুর আফ্রিকায় ভারতীয় জাতির পিতার সন্মানে আজও চলে সেই ট্রেন, পেন্টরিক থেকে পিটারমারিজবাগ। শতবর্ষ পেরিয়ে সেই ট্রেনে আবারও চড়লেন আরও এক ভারতীয়। তবেএবার সসম্মানে। ব্রিটিশ শাসিত কলোনি আফ্রিকায় নয়, স্বাধীন সার্বভৌম আফ্রিকায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন