আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ৩০টি আঙুরের একটি গোছা বিক্রি হয়েছে রেকর্ডমূল্য ১.১ মিলিয়ন ইয়েন বা ৮ হাজার ৩৫০ পাউন্ডে। সে হিসেবে প্রতিটি আঙুরের দাম পড়েছে ২৭০ পাউন্ড। “রুবি রোমান” বা বিশ্বের সবচেয়ে দামি আঙুর জাতের আঙুরগুলির প্রতিটির আকার একটি পিংপং বলের সমান, যা নিলামে কিনেছেন এক দোকান ব্যবসায়ী।
জাপানে রুবি রোমান হলো মর্যাদার প্রতীক। আঙুরগুলো ফলানো হয়েছে জাপানের ইশিকাওয়া এলাকায়। রুবি রোমান জাতের এই আঙুরের শর্ত হলো একেকটির ওজন কমপক্ষে ২০ গ্রাম হতে হবে এবং এটাতে কমপক্ষে ১৮ শতাংশ চিনি থাকতে হবে। ওয়েবসাইট থেকে রুবি রোমান আঙুর সম্পর্কে জানা গেছে, ১৯৯২ সালে ইশিকাওয়া অঞ্চলে এর চাষ শুরু হয়। পরে ২০০৪ সালে এর নামটি জনসমক্ষে আনা হয়। আর ২০০৮ সালে এটি বিক্রির জন্য বাজারে তোলা হয়। তারপর প্রতি বছর জনপ্রিয়তা বৃদ্ধির কারণে এর মূল্য বেড়েই চলেছে।
এবার সর্বোচ্চ মূল্যে আঙুরগুলো ক্রয় করা ক্রেতা পশ্চিম জাপানের তাকামারু কোনিশি বলেন, এই আঙুরগুলো সত্যিকারের রুবি রোমান রত্ন। আমি এই আঙুরগুলো ক্রেতার কাছে বিক্রি করার আগে আমার দোকানে প্রদর্শন করবো, তারপর ক্রেতাদের এর স্বাদ নিতে দেবো।
যে বাজারে রুবি রোমান আঙুরগুলি বিক্রি হয়েছে সেখানে আপেল, তরমুজ ইত্যাদি ফলও বিক্রি হয়েছে নিলামে। জাপানে ফলের রাজা হলো, তরমুজ। গত বছর একজোড়া তরমুজ বিক্রি হয়েছিল ১.৫ মিলিয়ন ইয়েনে।