আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের 'ফাদার তেরেসা'খ্যাত মানবতাবাদী আবদুল সাত্তার ইধী পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতের শেষ দিকে করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুর ঘোষণার পরপরই দেশটির টিভি ও সামাজিক মাধ্যমগুলো শোকের বার্তায় ছেয়ে যায়।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ইধীকে 'মানবতার মহান সেবক' হিসেবে আখ্যায়িত করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। মানবতার এ সেবককে পাকিস্তানের মরণোত্তর প্রেসিডেন্ট পদক প্রদান এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে বলেও প্রধানমন্ত্রী বলেছেন।
৮৮ বছর বয়সী ইধী পাকিস্তানে 'জীবিত সেইন্ট' হিসেবে পরিচিত ছিলেন। দ্য ইধী ফাউন্ডেশন দেশজুড়ে মানবতার সেবায় অ্যাম্বুলেন্সের বিশাল বহর, এতিমখানা ও চিকিৎসা ক্লিনিক পরিচালনা করছে। আজ তাকে সমাহিত করার কথা রয়েছে।