আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভয়াবহ যানজটে আটকা পড়ে পানিশূন্যতা ও অবসাদে শিশুসহ কমপক্ষে ১২ জনের মৃত্যু বরন করেছে। দেশটিতে টানা তিনদিন ধরে জাভা দ্বীপের ব্রেবেস শহরের গুরুত্বপূর্ণ মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটে কয়েক হাজার মানুষ আটকে পড়লে এ ঘটনা ঘটে। সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শনিবার স্থানীয় এ তথ্য বলেন।
এতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ইন্দোনেশিয়ায় গত বুধবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ইন্দোনেশিয়া পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র হেমি প্রামুরাহার বলেন, রাস্তার পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ও সুপারমার্কেটগুলোর কারণে যানজটের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। ‘দীর্ঘ ২০ কিলোমিটার যানজটে ১০ হাজারেরও বেশি গাড়ি আটকা পড়ে সেখানে।’