আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিল সুপারতারকা রজনীকান্তের স্ত্রী লতা রজনীকান্তকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তামিল মুভি 'কোচাদাইয়ান' নির্মাণ ঘিরে একটি প্রাইভেট ফার্মের প্রতারণার মামলার সঙ্গে যোগসাজশে তাকে এই নোটিশ পাঠানো হয়। ফার্মটির করা একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি রঞ্জন গৈগৈর একটি বেঞ্চ গতকাল এ আদেশ প্রদান করেন।
কর্ণাটক হাইকোর্ট গত মার্চে লতা রজনীকান্তের বিরুদ্ধে করা বেঙ্গালুরু পুলিশের একটি এফআইআর বাতিল করে দিয়েছিল। একে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্ট তাকে আইনি নোটিশ পাঠান।