News71.com
 International
 09 Jul 16, 05:10 PM
 506           
 0
 09 Jul 16, 05:10 PM

হাতির সঙ্গে সেলফি, পালিয়ে বাঁচলেন পর্যটক

হাতির সঙ্গে সেলফি, পালিয়ে বাঁচলেন পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক: মরতে মরতে বেঁচে গেলেন পাঁচ জন পর্যটক। গত বৃহস্পতিবার ঈদের সন্ধ্যায় ভারতের গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন জঙ্গলপথ এলাকায় হাতির সাথে সেলফি তুলতে গিয়ে ঘোরতর বিপদে পড়ে যান এই ৫ পর্যাটক।

জানা গেছে, রাস্তার দু’পাশে মানুষ দেখে সম্ভবত বিভ্রান্ত হয়েই গরুমারার জঙ্গল থেকে লাটাগুড়ির জঙ্গলে যাওয়ার পথে দাঁড়িয়ে যায় ৬ টি হাতির একটি দল। সেই সময়ে বনকর্মীদের নিষেধ অমান্য করে হাতির দলটিকে পিছনে রেখে নিজেদের মোবাইল থেকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন এই পর্যটকরা। নানা কায়দায় ছবি তুলতে শুরু করেন। আচমকাই ক্ষেপে ওঠে ওই দলের একটি হাতি। পর্যটক দলটির দিকে রীতিমতো তেড়ে-ফুঁড়ে যায় আর প্রাণপনে দৌড় দিয়ে প্রাণ বাঁচান তারা।

গরুমারা সাউথ রেঞ্জ কর্তৃপক্ষ বলেন, এই ঘটনার পর পর্যটকদের আটক করে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হলেও বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলে পাঠাতে ব্যস্ত হয়ে পড়ার সুযোগে পালিয়ে যায় তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন