News71.com
 International
 08 Jul 16, 08:57 AM
 530           
 0
 08 Jul 16, 08:57 AM

ধর্মান্তরিত হওয়ায় বাবার শেষকৃত্যে ছেলের আপত্তি, শেষকৃত্য পালন করলেন এক মুসলিম নারী

ধর্মান্তরিত হওয়ায় বাবার শেষকৃত্যে ছেলের আপত্তি, শেষকৃত্য পালন করলেন এক মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক:চারিদিকে যখন ধর্মের নামে হানাহানি, ধর্মের জিগির তুলে মানুষ খুনের মহোত্সব চলছে, তখনই সম্প্রীতির এক অনন্য নজির গড়লেন এক মহিলা। বৃদ্ধাশ্রমে মৃত এক হিন্দু বাবার শেষকৃত্য করতে চাননি তার ছেলে। তিনি ধর্মান্তরিত হওয়ার পর খ্রিস্টান হয়ে যাওয়ায়, হিন্দু রীতি পালনে তার আপত্তি ছিল। বৃদ্ধের আত্মার শান্তিতে যাবতীয় রীতি মেনে শেষকৃত্য পালন করলেন এক মুসলিম নারী।

তেলেঙ্গানার ওয়ারেঙ্গলে বিনামূল্যে প্রায় ৭০ জন বৃদ্ধ-বৃদ্ধাকে নিয়ে একটি বৃদ্ধাশ্রম চালান ইয়াকুব বি নামে এক মুসলিম মহিলা ও তার স্বামী। বছর দুয়েক আগে মিস্টার শ্রীনিবাস নামে এক ব্যক্তিকে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় স্থানীয় বাস স্টপ থেকে উদ্ধার করেন তিনি।

৭০ বছরের ওই বৃদ্ধ তখন জানিয়েছিলেন, তাকে ঘর থেকে বের করে দিয়েছে তার পরিবার। ওই বৃদ্ধকে তখন নিজের বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন ইয়াকুব। বৃহস্পতিবার ৭০ বছর বয়সে মৃত্যু হয় শ্রীনিবাসের।

অন্ত্যেষ্টি জন্য তার ছেলে সিদ্ধার্থকে খবর দেন ইয়াকুব। বাবার মৃত্যুর খবর পেয়ে তাক শেষবারের জন্য দেখতেও যান সিদ্ধার্থ। তবে, তিনি ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে যাওয়া হিন্দু রীতি মেনে বাবার সত্‍‌কার করতে অস্বীকার করেন।

এই অবস্থায় যাবতীয় ধর্মীয় বিশ্বাসের বেড়াজাল থেকে বেরিয়ে এসে, শ্রীনিবাসের শেষকৃত্য করার সিদ্ধান্ত নেন ইয়াকুব। তার কথায়, ওই বৃদ্ধ তার বাবার মতো ছিলেন। কাজেই কেউ না থাকলে তাকে শেষ বিদায় জানাবেন তিনিই।

পিণ্ডদান থেকে চিতা প্রদক্ষিণ, মন্ত্রোচ্চারণ - ইয়াকুব একে একে সমস্ত হিন্দু আচার পালন করলেন। খ্রিস্টান হওয়ায় সিদ্ধার্থ নিজের বাবার শেষকৃত্য করতে না চাইলেও, একজন মুসলিম হয়ে নির্দ্বিধায় পালিত বাবাকে শেষঘুমে পাঠালেন ইয়াকুব। কারণ তার চোখে ধর্মের অর্থ কোনও বিধিনিষেধ, হানাহানি বা সঙ্কীর্ণতা নয়। ধর্ম তার কাছে মানসিক প্রসারতা ও মানবতার আর এক নাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন