আন্তর্জাতিক ডেস্ক: অর্থনীতিতে নোবেল জয়ী জোসেফ স্টিগলিজ বলেছেন, আমেরিকায় রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনীতির জন্য বিরাট ঝুঁকি। ভারতের বেঙ্গালুরুতে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের তিনি এসব কথা বললেন ।
তিনি বলেন, বিশ্ব আর্থিক ব্যবস্থা এবং বাণিজ্যের ক্ষেত্রে অস্থিরতার শক্তির প্রতিনিধি ট্রাম্প। যেভাবে তিনি নাফটা সহ মুক্ত বাণিজ্যের বিরোধিতা করছেন, বিশেষ করে মেক্সিকো এবং চীনের প্রতি খড়্গহস্ত হয়েছেন, তাতে তিনি জিতে এলে সমস্যা বাড়বে। পাশাপাশি তিনি মুক্ত বাণিজ্য নিয়ে অতিরিক্ত মাতামাতি করা নিয়েও সাবধান করে দেন।
স্টিগলিজ বলেন, ট্রান্স–প্যাসিফিক পার্টনারশিপ (টি পি পি) বা ট্রান্সআটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ (টি টি আই পি)–র মতো সাম্প্রতিক কিছু বাণিজ্য চুক্তিতে মেধাসত্ত্ব এবং বহুজাতিকদের বাণিজ্য স্বার্থ সুরক্ষিত করতে বিশেষ জোর দেওয়া হয়েছে।
এগুলি বাস্তবায়িত হলে জীবনদায়ী ওষুধ বা ব্র্যান্ড বাদে বিক্রি হয় এমন জেনেরিক ড্রাগসের ক্ষেত্রে সমস্যা হবে। মূলত বহুজাতিকদের চাপেই এমন চুক্তিতে দেশগুলিকে বাঁধার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা জানি, মেধাসত্ত্ব বা ওষুধের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই ভারত অন্যরকম অবস্থান নিয়ে এসেছে। সুতরাং কোনওমতেই চাপের কাছে মাথা নোয়ানো উচিত হবে না দিল্লির।