আন্তর্জাতিক ডেস্ক: আইএসের যৌনদাসী বিক্রির বিষয়টি নতুন নয়। কিন্তু এই জঙ্গি সংগঠনটি এবার আরও আধুনিক হয়েছে। এবার তারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যৌনদাসী বিক্রির কাজ শুরু করেছে। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা বিজ্ঞাপন দিতে শুরু করেছে।
"বয়স মাত্র ১২। এখনও ভার্জিন।" এমন বিজ্ঞাপণ সামনে আসা মাত্রই এক কিশোরীর দাম ওঠে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার। অল্প দিনের মধ্যে তাকে আরও ৩ হাজার যৌনদাসীর সঙ্গে বিক্রি করে দেবে ISIS। এছাড়া এরকম ১ জন বা ২ জন নয়, এই একই ঘটনা ঘটছে ইরাক, সিরিয়া বা আফ্রিকা মহাদেশের বিভিন্ন এলাকায়। এইসব এলাকাগুলিতে সক্রিয় রয়েছে ISIS।
জানা যায়, বেশ কিছু সময় ধরে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো বিষয়কে হাতিয়ার করে ISIS বিজ্ঞাপণ দিচ্ছে যৌনদাসীদের সম্পর্কে। ওখানে যেমন থাকছে ১২ বছরের ওই কিশোরীর মতো আক্রান্তরা, তেমনই থাকছে তরুণী থেকে যুবতীরাও।
গত ২০১৪ সাল থেকে ইরাকে ইয়াজদি সম্প্রদায়ের মহিলাদের আটক করে আসছে এই আইএস। নিজেদের অর্থের যোগান বাড়াতেই সেই মহিলাদের বিক্রির চেষ্টা করছে এই জঙ্গি সংগঠনটি।