আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে সামরিক হামলা না করলেও হত। সাদ্দাম হুসেনকে নিয়ে আতঙ্কের কোনো কারণও ছিল না। আজ ব্রিটিশ পার্লামেন্টে প্রকাশিত স্যার জন চিলকটের রিপোর্টে উঠে এল সত্যিটা। কার্যত নিশ্চিত করা হল, মিথ্যে অজুহাত তৈরি করে, সম্পূর্ণ ভুল কারণ দেখিয়ে আমেরিকার সঙ্গে ওই হামলায় অংশ নিয়েছিল ব্রিটেন ।
এর জন্য অনেকটাই দায়ী জন্য তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি ইরাক পরিস্থিতির বিপজ্জনক সম্ভাবনার কথা বাড়িয়ে বলেছিলেন, ব্রিটিশ সংসদকেও ভুল বুঝিয়েছিলেন, প্রস্তুতিহীন ব্রিটিশ সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছিলেন যুদ্ধে এবং যুদ্ধের পরবর্তী সামাল দেওয়ার নির্দিষ্ট পরিকল্পনাও তাঁর ছিল না।
গত ২০০৩ সালে সাদ্দাম হুসেনের ইরাকের বিরুদ্ধে যুদ্ধে গ্রেট ব্রিটেনের অংশ নেওয়ার যৌক্তিকতা খুঁজতে গত ৭ বছর ধরে যে তদন্ত করেছেন লর্ড চিলকট, তার রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই তথ্য ।