দিল্লী সংবাদদাতা : কাউন্টডাউন চলছে। আজ, বুধবার সকাল ৯ টা ২৬ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ২০টি উপগ্রহ উত্ক্ষেপণ করতে চলেছে ইসরো। যার মধ্যে রয়েছে ভারতের কার্টোস্যাট ২ সিরিজের স্যাটেলাইট যা পৃথিবীর ছবি তুলে ধরবে।
এই উত্ক্ষেপনের সঙ্গে সঙ্গেই নয়া পালক যোগ হবে ইসরোর সাফল্যে। এই ২০টি স্যাটেলাইটের মধ্যে ভারত ছাড়াও জার্মানি, কানাডা এবং ইন্দোনেশিয়ার উপগ্রহ রয়েছে।
মহাকাশে পাড়ি দিল PSLV-C 34। কার্টোস্যাট ২-এর সঙ্গে থাকবে সহযোগী আরও কিছু উপগ্রহ। এই উপগ্রহ আগে মহাকাশে পাড়ি দেওয়া কার্টোস্যাট ২, ২এ এবং ২বি-র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কার্টোস্যাট ২সিরিজের ওজন ৫৬০ কেজি।
ইসরোর তরফে জানানো হয়েছে, এই ২০ টি উপগ্রহের সামগ্রিক ওজন ১,২৮৮ কেজি। যে উপগ্রহগুলি উত্ক্ষেপন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভারি কার্টোস্যাট ২ এবং সবচেয়ে হাল্কা পুণে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের তৈরি করা স্বয়ম উপগ্রহটি। যার ওজন মাত্র ১ কেজি। স্বয়মের পাশাপাশি চেন্নাইয়েপ সত্যবামা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তৈরি সত্যবামা স্যাট উপগ্রহটিও এই অভিযানের অংশ।
এই অভিযানে জার্মানি, কানাডা এবং ইন্দোনেশিয়ার উপগ্রহ ছাড়াও ভারতের বিশ্ববিদ্যালয়ের ২টি উপগ্রহ রয়েছে। পাশাপাশি ইন্দোনেশিয়ার LAPAN A3, জার্মানির BIROS, আমেরিকার SKYSAT GEN 2-1, জার্মানির MVV-র মতো মাইক্রো উপগ্রহও রয়েছে।
ইসরো এর আগেও একাধিকবার একসঙ্গে একাধিক উপগ্রহের উত্ক্ষেপণ করেছে ঠিকই তবে, এবারের ২০টি উপগ্রহের একসঙ্গে উত্ক্ষেপণ এখনও পর্যন্ত ইসরোর সবচেয়ে বড় উত্ক্ষেপণ। এই ২০টি উপগ্রহের উত্ক্ষেপন হতে সময় নেবে ২৬ মিনিট ৩০ সেকেন্ড।