আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের একটি নার্সিং হোমে আগুনের ঘটনায় ৬জন নিহত হয়েছে। এর মধ্যে আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। আজ বুধবার দেশটির সিনদিয়ানে অবস্থিত একটি বহুতল ভবনের ৮ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাইওয়ান দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের ভেতর থেকে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন। নিহতদের মধ্যে সবাই বয়স্ক নারী। তাদের বয়স ৭৯ থেকে ৯৫ বছরের মধ্যে।