News71.com
 International
 06 Jul 16, 06:17 PM
 521           
 0
 06 Jul 16, 06:17 PM

৬ বছরের কারাদণ্ড অ্যাথলেট পিস্টোরিয়াসের

৬ বছরের কারাদণ্ড অ্যাথলেট পিস্টোরিয়াসের

 

আন্তর্জাতিক ডেস্ক: বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে ৬ বছরের কারাদণ্ড পেলেন অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস। আজ বুধবার এই রায় দেন আদালত। দক্ষিণ আফ্রিকার আইনে এর সর্বনিম্ন শাস্তি ১৫ বছরের জেল।।

এছাড়াও এর আগেই তিনি প্রায় এক বছর জেল খেটেছেন সেটা বিবেচনায় আনা হয়। তাই তার কারাদণ্ড হলো ৬ বছরের। গত ২০১৩-এর ১৪ ফেব্রুয়ারি রাতে বান্ধবী রিভাকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। তবে তিনি এই খুনকে অনিচ্ছাকৃত বলে আসছেন বারবার। শোবার ঘরের বাথরুমে চোর ঢুকেছে ভেবে তিনি বন্ধ দরজার বাইরে থেকেই গুলি চালিয়েছিলেন। ভিতরে রিভা ছিলেন সেটা জানতেন না তিনি এই কথা বলে আসছেন এ প্যারা অ্যাথলেট।

সে ঘটনার পর প্রাথমিক বিচারে অনিচ্ছাকৃত হত্যার অপরাধে ৫ বছরের কারাদণ্ড হয় পিস্টোরিয়াসের। কিন্তু প্রিটোরিয়ার জেলে শাস্তির ১ বছর কাটানোর পরেই মুক্তি পেয়ে যান তিনি। আদালতের নির্দিষ্ট কিছু বিধিনিষেধ মেনে বাড়িতে ছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন