আন্তর্জাতিক ডেস্ক: ট্যাক্স জালিয়াতির মামলায় স্প্যানিশ আদালত আর্জেন্টিনা এবং বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে। জানা গেছে, মেসির সঙ্গে তারা বাবাকেও কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাদের ২ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম এমনটিই খবর প্রকাশ করেছে।
গত ২০০৭ সাল ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লক্ষ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ। প্রাথমিকেভাবে এইটি প্রমাণিত হওয়ায় তাদের ২১ মাসের কারাদণ্ড হয়।
তবে সাজা হলেও জেলে যেতে হচ্ছে না মেসিকে। স্প্যানিশ নিয়ম অনুযায়ী, সাজার মেয়াদ ২ বছরের কম হলে জেলে যেতে হয় না। ২০১৩ সালের আগস্টে মেসি ও তার বাবা ফাঁকি দেওয়া কর এবং সুদ বাবদ ৫০ লক্ষ ইউরো পরিশোধ করেছিলেন।