News71.com
 International
 06 Jul 16, 03:26 PM
 558           
 0
 06 Jul 16, 03:26 PM

ইরাকের সাবেক সৈর শাসক সাদ্দামের প্রশংসায় মার্কিন প্রেসিডন্ট প্রাথী ডোনাল্ড ট্রাম্প

ইরাকের সাবেক সৈর শাসক সাদ্দামের প্রশংসায় মার্কিন প্রেসিডন্ট প্রাথী ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের প্রশংসা করলেন আমেরিকায় আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার এক র‌্যালিতে এ কথা বলেন ট্রাম্প।

‘সাদ্দাম একজন খারাপ মানুষ ছিলেন’ মন্তব্য করে ট্রাম্প বলেন, সত্যিই সে খারাপ ছিল। তবে সে একটা ভালো কাজ করতো। সেটা হলো সন্ত্রাসীদের হত্যা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বৈরশাসনই প্রয়োজন।

ডোনাল্ড ট্রাম্প ইরাকে হামলার পক্ষে ছিলেন। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার কারণে তিনি তার আগের ধারণা থেকে সরে এসেছেন। তিনি এখন স্বীকার করেছেন, ইরাকে হামলা করা ছিল ভুল।

ট্রাম্প বলেন, লিবিয়া এবং ইরাকে এখন আইএস শক্ত ঘাটিতে পরিণত হয়েছে। যদি লিবিয়ার শাসক গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম জীবিত থাকতো তাহলে তাদের জন্য ভালো হতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন