আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসের অন্দরে যখন প্রিয়ঙ্কা গাঁধীকে রাজনীতির মূলস্রোতে ফিরিয়ে আনার দাবি প্রতিদিন জোড়ালো হচ্ছে, তখনই কানাঘুষোয় শোনা যাচ্ছে এ বছরের সেপ্টেম্বর মাসেই নাকি কংগ্রেসের সভাপতি পদে ঘোষণা করা হতে পারে রাজীব পুত্র রাহুল গাঁধীর নাম। কংগ্রেসের এক প্রবীণ নেতা দাবি করেছেন, সেপ্টেম্বরেই কংগ্রেস সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রাহুল।
উল্লেখ্য এবছর জুনে দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ দাবি করেন, রাহুল গাঁধী কার্যতই কংগ্রেসের সভাপতি, কিন্তু অবিলম্বে তাঁকে বিধিসম্মত ভাবে প্রধান হিসেবে চিহ্নিত করতে হবে। জয়রাম রমেশ দাবি করেন, যত শীঘ্র সম্ভব রাহুলকে দলের সভাপতি পদে প্রতিষ্ঠিত করতে হবে,
কারণ তারপরই দলকে ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্যে তৈরি করা যাবে। তাঁর দাবি, দলের অন্দরে অস্থিরতা থাকলে কখনওই নির্বাচনী লড়াই যেতা সম্ভব নয়। এপ্রসঙ্গে তিনি ১৯৯৮ সালে যখন সনিয়া গাঁধী দলের হাল ধরেছিলেন, তখনকার কথাও উল্লেখ করতে ভোলেননি।
দলীয় নেতাদের আরও দাবি, রাহুলের দলকে নতুনভাবে গড়ার পরিকল্পনা রয়েছে, এবং তা একমাত্র তখনই বাস্তবায়িত হওয়া সম্ভব যখন, তিনি সম্পূর্ণভাবে ক্ষমতা পাবেন। ২০১৩ সালে চিন্তন শিবিরে রাহুলকে কংগ্রেসের সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। ২০০৪ সালে অমেঠি কেন্দ্র থেকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন রাহুল।