নিউজ ডেস্ক: গত একমাস ধরে চলছে পবিত্র রমজান। আর এই পবিত্র রমজান মাসেই সারা পৃথিবী জুড়ে আইএসের বলি হয়েছেন ৮ শতাধিক মানুষ। ঈদের খুশির আগাম বার্তার মাসকে দুঃখের সময় বানিয়ে ছেড়েছে আইএস জঙ্গিরা। গত ৪ সপ্তাহে তারা হামলা চালিয়েছে আমেরিকা, ফিলিপাইন, ইয়েমেন, জর্ডান, ইরাক, লেবানন, বাংলাদেশ, তুরস্ক এবং সৌদি আরবে। এই সব দেশগুলিতে বেশিরভাগই বসবাস মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।
আইএসের ঘাঁটি হল ইরাক ও সিরিয়া। সেখানে চলতি এই এক মাসে হত্যা করেছেন প্রায় ৪০০ মানুষকে। সম্প্রতি একটি ভিডিও বার্তায় জঙ্গি সংস্থা তাদের সদস্যদের জিহাদ বিরোধীদের কুপিয়ে খুন করার কথা বলেছে।
একটি সমীক্ষার হিসাব বলছে, পবিত্র রমজানের প্রথম দিনেই ইরাকের মসুলে তাদের হামলার শিকার হয়েছেন ৬৫ জন মানুষ। এই মাসের তিন তারিখেই আইএসের জোড়া বিস্ফোরণে ইরাকের রাজধানী বাগদাদে নিহত হয়েছেন ২০০ মানুষ। গত ১ জুলাই বাংলাদেশে আইএসের হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন। এই সাবধানী বার্তা পৌঁছেছে ভারতেও। তাছাড়াও বাদ যায়নি মুসলিমদের পবিত্র স্থান মদিনাও। ৪ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন মদিনায়।