News71.com
 International
 06 Jul 16, 03:13 PM
 553           
 0
 06 Jul 16, 03:13 PM

গত শনিবারের বোমা হামলায় বাগদাদে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে

গত শনিবারের বোমা হামলায় বাগদাদে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানি বাগদাদে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে বলে ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন। বাগদাদের কারাদার ব্যস্ত এলাকায় একটি শক্তিশালী বোমা দিয়ে এই হামলা করা হয়। শিয়া অধ্যুষিত এলাকাটিতে গত শনিবার রাতের বাজারে ঈদের কেনাকাটায় সবাই ব্যস্ত ছিল।


পরে রবিবার প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা ছিল। ইরাকি বাহিনী আইএসের হাত থেকে ফালুজা দখল করে নেয়ার পর এই ঘটনা ঘটলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন