News71.com
 International
 06 Jul 16, 02:28 PM
 488           
 0
 06 Jul 16, 02:28 PM

তুরস্কে সামরিক হেলকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

তুরস্কে সামরিক হেলকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে ৭ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় হেলিকপ্টারটিকে থাকা আরও আটজন গুরুত্বর আহত হয়েছেন। সিকোরস্কি এস-৭০ হেলিকপ্টারটি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও তার তাদের পরিবারের সদস্যদের বহন করছিল। আরোহীদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল।


ইরেসান প্রদেশে কৃষ্ণসাগরের কাছে পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এখনো পর্যন্ত এই দুর্ঘটনার কারণ জানা সম্ভব না হলেও ওই সময় আবহাওয়া পরিস্থিতি নাজুক ছিল। যাত্রীরা গিরেসানে ঈদ উদযাপন করার জন্য যাচ্ছিলেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে তুর্কি সেনা বাহিনীর চিফ অব স্টাফ বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গী, তাদের স্ত্রী এবং সন্তানসহ সাতজন প্রাণ হারিয়েছেন।”

এ ব্যাপারে বিস্তারিত আর কোনোকিছু বিবৃতিতে বলা হয়নি।
তুর্কি গণমাধ্যম হেলিকপ্টারের যাত্রীদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং দুইজন কর্নেলও ছিলেন বলে দাবি করেছে। স্থানীয় সময় বিকাল সোয়া ৫টায় ইরেসান প্রদেশের আলুকরা জেলার তোহুমলুক গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সাংবাদিকদের জানান, “সম্পূর্ণ বিরূপ আবহাওয়ার কারণে” এই দুর্ঘটনা ঘটেছে। উপ-প্রধানমন্ত্রী নুরেত্তিন কানিকলি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার যোগসূত্র খারিজ করে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন