আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ক্ষমতাশালীদের মধ্যে অন্যতম ওবামা। স্বাভাবিকভাবেই ওবামা প্রচণ্ড ব্যস্ত থাকেন। আমেরিকার প্রেসিডেন্ট পদে কাজ করাটা আদৌ সহজ নয়। প্রচুর পরিশ্রম করতে হয়। দীর্ঘক্ষণ কাজ করতে হয় এবং শক্ত সিদ্ধান্ত নিতে হয়। এই সব কাজে চূড়ান্ত দক্ষ অর্জন করেছেন ওবামা। ওবামা বলেন, কীভাবে সময় কাজে লাগাতে হয়। তিনি কঠোর অনুশাসন মেনে চলেন। হোয়াইট হাউসে তাঁর ব্যক্তিগত অফিস ট্রিটি রুমে রাত জেগে কাজ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। রাতে মাত্র পাঁচ ঘন্টা ঘুমোনোর সময় পান ওবামা।
অনেক সময় মাঝ রাতে ঘুমিয়ে সকাল ৭ টার মধ্যেই উঠে পড়েন তিনি। রাত জাগতে অনেকের মতো কফি নয়, সামান্য নুন মেশানো কাঠবাদাম খান ওবামা। আর তাও গুনেগেঁথে মাত্র ৭ টা। এ কথা বলেছেন, ওবামা পরিবারের প্রাক্তন প্রধান সেফ স্যাম কাস। তিনি বলেন, আমি আর মিচেল (ওবামার স্ত্রী) তো সব সময়ই মজা করতাম: ছটাও নয়, আটটাও নয়।
তিনি অনেক সময় রাত দুটো পর্যন্ত জেগে থাকেন। তিনি সাড়ে ৬টার মধ্যে স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে নৈশভোজ সেরে নেন। রাতে ওবামা বক্তৃতা তৈরি ও তাঁর কর্মীদের ই-মেল পাঠানোর কাজ করেন। কোনও বক্তব্য নতুন করে লিখতে হলে ওবামা কর্মীদের ডেকে পাঠান। গুরুত্বপূর্ণ ভাষণগুলি লেখার জন্য তাঁর বক্তৃতা লেখকদের সঙ্গে অনেক সময় ভোর রাত পর্যন্ত কাটিয়ে দেন প্রেসিডেন্ট ওবামা।
এত কাজের মধ্যেও নিজের মতো করে অবসরও খুঁজে নেন ওবামা। বন্ধুদের সঙ্গে মজাও করেন তিনি। ওবামা ইএসপিএন দেখেন, উপন্যাস পড়েন বা আইপ্যাডে বন্ধুদের সঙ্গে তাসও খেলেন। সেই সঙ্গে সংবাদপত্রগুলিতে চোখও বুলিয়ে নেন। গেম অফ থ্রনস, ব্রডওয়াক এম্পায়ার-এর মতো টিভি অনুষ্ঠান দেখতেও পছন্দ করেন তিনি। এত ব্যস্ততার মধ্যে তিনি তার সকল কাজ সেরে নেন।