নিউজ ডেস্ক: ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে গণহত্যার ঘটনার পর মোম্বাই-ভিত্তিক ইসলাম ধর্মের প্রচারক জাকির নায়েক আবারো আলোচনায় উঠে আসলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়, ঢাকায় গণহত্যাকারী নিব্রাস ইসলাম (রোহান ইমতিয়াজ) বেঙ্গালুরু-ভিত্তিক আইএস’র প্রপাগান্ডা চালানো মেহেদী মাসরুফ বিশ্বাস এবং নায়েকের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন।
তার আগেও জাকির নায়েক সমালোচিত হয়েছিলেন। যখন তিনি ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী হিসেবে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
তাকে কেন যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে বলা হয়, প্রত্যেক মুসলমানকেই তিনি সন্ত্রাসী হতে উৎসাহিত করেন। এই প্রতিবেদনে আরো বলা হয়, গত ২০১০ সালে সংবাদ সম্মেলনে নায়েক বলেন, ‘আমি মুসলমানদের বলি, প্রত্যেক মুসলমানকে সন্ত্রাসী হতে হবে। সন্ত্রাসী মানে একজন লোক যিনি ভয় দেখিয়ে কাজ সম্পন্ন করায়। যখন ডাকাত পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়। তাই এই ক্ষেত্রে প্রতিটি মুসলমানকেই ডাকাতের জন্য সন্ত্রাসী হতে হবে।’