News71.com
 International
 05 Jul 16, 09:19 PM
 493           
 0
 05 Jul 16, 09:19 PM

বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদ দিচ্ছে পাকিস্তান’

বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদ দিচ্ছে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদ দিচ্ছে পাকিস্তান। ভারতের বেঙ্গালুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট কেমেরন আন্তর্জাতিক সম্পর্কের ইস্যুতে জ্বালাময়ী বক্তব্যে এ কথা বলেন। 


দি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ডেভিট কেমেরন ইসলামাবাদের জন্য এটি সতর্কতা বলে উল্লেখ করেন। তিনি বিবেচনার বশবর্তী হয়ে বলেছেন যে, সন্ত্রাসী গ্রুপের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে। বেঙ্গালুরতে অনুষ্ঠিত প্রশ্ন এবং উত্তর পর্বে এক সদস্য ‘২০০৮ সালে মুম্বাই সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্রিতা রয়েছে এ কথা উল্লেখ করে কেন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দেশটিতে টাকা ঢালছে’ জিজ্ঞেস করেন।

উত্তরে তিনি বলেন, বিষয়টি প্রচণ্ডভাবে বিবেচনায় নেয়া হয়েছিল। সঙ্গে যোগ করে বলেন, এ সমস্যাটি নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছি এবং মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা হয়েছিল।

ক্যামেরন বলেন, পরিষ্কারভাবে বলতে চাই যে, আমরা শক্তিশালী, স্থিতিশীল এবং গণতান্ত্রিক পাকিস্তানকে দেখতে চাই। আমরা পাকিস্তানের এমন কোনো চিন্তা সহ্য করবো না যেটা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে এবং ভারত, আফগানিস্তান বা পৃথিবীর অন্যকোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদে লিপ্ত থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন