আন্তর্জাতিক ডেস্কঃ অসংখ্য পুরস্কার বিজয়ী ইরানের চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি প্যারিসে মারা গেছেন। সূত্রে জানা গেছে, তিনি ৭৬ বছর বয়সী কিয়ারোস্তামি ক্যান্সারের সাথে লড়ছিলেন ।
তিনি প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৪০ টির বেশি সিনেমা নির্মাণ করেছেন তিনি। ১৯৯৭ সালে ‘টেস্ট অব চেরি’ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাম ডি ওর জিতে নেয়। তার অন্য উল্লেখযোগ্য সিনেমা ক্লোজআপ, দ্য উইন্ড উইল ক্যারি আস ।
কিন্তু মাহমুদ আহমাদিনেজাদ ক্ষমতায় আসার পর কিয়ারোস্তামি তার সিনেমার শুটিং ইরানের বাইরে করতেন ।