News71.com
 International
 05 Jul 16, 11:22 AM
 565           
 0
 05 Jul 16, 11:22 AM

সৌদি আরব ও আমিরাতে আগামিকাল বুধবার পালিত পবিত্র ঈদুল ফিতর।।

সৌদি আরব ও আমিরাতে আগামিকাল বুধবার পালিত পবিত্র ঈদুল ফিতর।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশে গতকাল সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আশপাশের কয়েকটি দেশে পবিত্র রমজান মাস ৩০ দিনে হবে। সে ক্ষেত্রে ৩০ রোজা পূর্ণ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আগামী বুধবার উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

গালফ নিউজের খবরে এসব কথা বলা হয়েছে। খবরে বলা হয়, আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই ঘোষণা দেন। উল্লেখ্য সৌদি আরবের এক দিন পরে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন