আন্তর্জাতিক ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ইমেইল পাঠানো নিয়ে চলা তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সাক্ষাত্কার নিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
গত শনিবার ওয়াশিংটনে এফবিআই-র সদর দপ্তরে সাড়ে ৩ ঘন্টা ধরে হিলারি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বলে তার প্রচারণা শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে। মাত্র চার মাস পর ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তারআগে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারির ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ইমেইল পাঠানো নিয়ে তদন্তের বিষয়টি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। হিলারির প্রচারণা শিবির গত কয়েক মাস ধরে ইমেইল বিতর্ককে খাটো করে দেখানোর চেষ্টা করেছে।
এমএসএনবিসিকে দেওয়া অপর এক সাক্ষাত্কারে হিলারি বলেছেন, এফবিআইকে সাক্ষাৎকার দিয়ে তিনি সুখী বোধ করছেন। হিলারি ক্লিনটন বলেন, “এক বছরেরও বেশি সময় ধরে আমি এ বিষয়ে (প্রশ্নের) উত্তর দিয়ে আসছি।” সাক্ষাৎকারটি ‘স্বেচ্ছাপ্রণোদিত’ ছিল বলে দাবি করেছেন হিলারির এক মুখপাত্র।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার এই গুরুত্বপূর্ণ সময়ে তদন্তটি কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, হিলারির সাক্ষাৎকার এমন কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা, তা পরিষ্কার হওয়া যায়নি। তার আগে হিলারির সাবেক কর্মীদের অনেকের সাক্ষাত্কার নিয়েছে এফবিআই, যাদের মধ্যে তার প্রধান সহযোগী হুমা আবেদিনও আছেন। -