News71.com
 International
 05 Jul 16, 03:52 AM
 542           
 0
 05 Jul 16, 03:52 AM

যুক্তরাজ্য ইনডিপেন্ডেন্ট পার্টি প্রধানের পদত্যাগ

যুক্তরাজ্য ইনডিপেন্ডেন্ট পার্টি প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: কনজারভেটিভ পার্টি প্রধান নিজাল ফেজ। তিনি বলেন, দলের প্রতি 'আমার দায়িত্ব' শেষ হয়েছে। 'দায়িত্ব' বলতে মূলত ব্রেক্সিট প্রচারণার কথাই বলতে চেয়েছিলেন তিনি।

তখন তিনি আরও বলেন, ২০১৫ সালে হওয়া নির্বাচনের পর নেয়া আমার সিদ্ধান্তে কোন পরিবর্তান আসেনি। আমি এখন আর দলের দায়িত্ব থাকতে চাইনা। একটা সময় ছিল যখন দলের দায়িত্ব নিয়ে কাজ চালানো কষ্টকর ছিল। কিন্তু আমরা সে সময় পার করে এসেছি। দল এখন চমৎকার অবস্থানে আছে। তবে যুক্তরাজ্যের জন্য এখন প্রয়োজন একজন 'ব্রেক্সিট প্রধানমন্ত্রী'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন