আন্তর্জাতিক ডেস্ক: একটি অনুসন্ধানী জাহাজ গত মে মাসে ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের আরোহীদের আরো কিছু মৃতদেহ সমুদ্র তলদেশে খুঁজে পেয়েছে। আজ তদন্তকারীরা একথা নিশ্চিত করেছেন।
মৌরতানিয়াভিত্তিক জন লেথারব্রিজ নামে ওই জাহাজটি শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমধ্যসাগর থেকে মিসরের আলেকজান্দ্রিয়ার দিকে রওনা দিয়েছিল। আরো ধ্বংসাবশেষের খোঁজে এটা পরবর্তীতে আবারো বিমান বিধ্বস্ত হওয়ার যায়গাটিতে ফিরে যাবে।
মিসরীয় বিমান দুর্ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, অনুসন্ধানী জাহাজ জন লেথারব্রিজ দুর্ঘটনার স্থানে পাওয়া সকল মৃতদেহ উদ্ধার করেছে। এই বিবৃতিতে আরও বলা হয়, জাহাজে থাকা মিসরীয় ও ফরাসি ফরেনসিক চিকিৎসকরা মৃতদেহগুলো দেখেছেন। কায়রোতে ডিএনএ পরীক্ষার আগে মৃতদেহগুলো আলেকজান্দ্রিয়ায় ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন।
গত ১৯মে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ইজিপ্ট এয়ারের এই বিমানটি বিধ্বস্ত হয়। এতে করে বিমানে থাকা ৬৬ আরোহীর সবাই নিহত হন। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।