আন্তর্জাতিক ডেস্ক: গত বুধবার শেষ হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ স্থাপনের কাজ। চীনের গুইঝু প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কার্স্ট ভ্যালিতে বহু লোক এই কর্মযজ্ঞ দেখেন। তার বড় ডিশটিতে ৪,৪৫০টি প্যানেল বসানো হয়েছে। এর সর্বশেষ ত্রিভুজাকৃতির প্যানেল বসানোর মাধ্যমে টেলিস্কোপ নির্মাণ শেষ হয়। এটির আকার ৩০টি ফুটবল মাঠের সমান।
চীনা সংবাদ সংস্থার প্রতিবেদনে এই স্থাপনকে মাইলফলক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অজানা রহস্য খুঁজে বের করার পাশাপাশি মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব খুঁজবে এই টেলিস্কোপ। চীনার একজন বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক লিও সিশিন বলেন, ‘বিশ্বজগৎ আর পৃথিবীর বাইরের সভ্যতার গবেষণায় মানুষের জন্য এই টেলিস্কোপ অনেক গুরুত্বপূর্ণ হবে। আমি আশা করি,বিজ্ঞানীরা নবযুগ সৃষ্টিকারী আবিষ্কার আনতে পারবেন।’ সামনের ১০ থেকে ২০ বছরে এটি নিজ ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দেবে বলেও আশা প্রকাশ করেন লেখক লিও সিশিন।
প্রথম ২/৩ বছর এতে আরও যন্ত্রাংশ সংযোজন করা হবে। তারপর এটি বিশ্বব্যাপী বিজ্ঞানীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেছেন রেডিও অ্যাস্ট্রোনমি টেকনোলজি ল্যাবরেটরির পরিচালক পেং বো।