নিউজ ডেস্ক: বাগদাদে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬৫ জন হয়েছে বলেছেন ইরাকের পুলিশ। ইরাকের রাজধানীর কারাদার ব্যস্ত এলাকায় গাড়িবোমার বিস্ফোরণের মাধ্যমে এই হামলা করা হয়।
শিয়া অধ্যুষিত এলাকায় শনিবার রাতের বাজারে সবাই ব্যস্ত ছিল রোজার কেনাকাটায়। গতকাল রবিবার প্রধানমন্ত্রী এই হামলার বিরুদ্ধে নিন্দা বলেছেন। মধ্যরাতে বাগদাদের উত্তরে আরেকটি বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। কারাদার এই হামলা এই বছরে ইরাকের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। ইরাকি বাহিনী আইএসের হাত থেকে ফালুজা দখল করে নেয়ার ঘোষণা দেয়ার পরে এই ঘটনা ঘটলো। এ ঘটনায় দেশটি তিনদিনের রাষ্ট্রিয় শোক পালন করছে।