News71.com
 International
 04 Jul 16, 02:47 PM
 539           
 0
 04 Jul 16, 02:47 PM

আইএস-এর বিরুদ্ধে প্রবল বিক্রমে রুখে দাঁড়াতে ইরানি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন সাজাদ গারিবি ।।

আইএস-এর বিরুদ্ধে প্রবল বিক্রমে রুখে দাঁড়াতে ইরানি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন সাজাদ গারিবি ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আইএস-এর বিরুদ্ধে প্রবল বিক্রমে রুখে দাঁড়াতে সিরিয়া যাচ্ছেন সাজাদ গারিবি। ২৪ বছরের এই ভারোত্তলকের ওজন ১৭৫ কেজি। ওই একই ওজন তুলতে পারদর্শী এই যুবক স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়েছেন ইরানি বাহিনীর সঙ্গে ।

খেলার ময়দান ছেড়ে একেবারে লড়াইয়ের ময়দানে ইরানি হাল্ক। ভারোত্তলক হিসেবে এই বয়সেই তাঁর বেশ নামডাক। লম্বায় ৭ ফিটের কাছাকাছি, ওজন ১৭৫ কেজি। ইন্টারনেটে বহু প্রশংসিত তাঁর পেশিবহুল চেহারা। প্রবল বলশালী ক্রীড়াবিদ সাজাদ এবার নিজেকে নিয়োজিত করতে চান অনের বেশি ঝুঁকির খেলায় ।

যেভাবে বিশ্বজুড়ে থাবা বসিয়েছে আইএস-এর সন্ত্রাস, তাতে আর চুপ করে বসে থাকতে পারেননি সাজাদ। নিজের প্রতাপশালী চেহারাকে মানুষের কাজে লাগাতে তিনি কাঁধে তুলে নিয়েছেন এক বিরাট দায়িত্ব। ঝাঁপ দিয়েছেন মরণপণ লড়াইয়ে। দেশের বাহিনীর সঙ্গে সিরিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন ইরানি হাল্ক। স্বেচ্ছায় আইএস-এর বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ব্রত নিয়েছেন সহজ-সরল মনের এই দৃঢ়চেতা মানুষটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন